হোম > বিশ্ব > পাকিস্তান

ইসলামাবাদের উদ্দেশে ‘হাকিকি আজাদি’ মার্চ শুরু ২৮ অক্টোবর: ইমরান

ইসলামাবাদের উদ্দেশে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) লংমার্চ ‘হাকিকি আজাদি’—শুরু হবে আগামী ২৮ অক্টোবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ওই পিটিআই চেয়ারম্যান ইমরান খান স্থানীয় আজ মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে ইমরান খান এই ঘোষণা দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

লাহোরের সংবাদ সম্মেলনে দলীয় শীর্ষ নেতাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে ইমরান খান ঘোষণা দেন, লাহোরের লিবার্টি চক থেকে শুরু হয়ে শেষ হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ইমরান খান জানান, ২৮ অক্টোবর বেলা ১১টায় শুরু হওয়া লংমার্চে ইমরান খান নিজে নেতৃত্ব দেবেন বলেও ঘোষণা দেন।

ইমরান খান বলেন, ‘এটিই আমাদের হাকিকি আজাদির লক্ষ্যে অগ্রযাত্রা এবং এই যাত্রার কোনো সময়সীমা নেই। আমরা লাহোরের জিটি রোড থেকে ইসলামাবাদে পৌঁছাব এবং সারা পাকিস্তান থেকে লোকজন আমাদের কাছে যোগ দেবে।’ তিনি আরও বলেন, ‘আমি ভবিষ্যদ্বাণী করছি, এই মার্চ দেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমুদ্রে পরিণত হবে।’

সংবাদ সম্মেলনে ইমরান আরও বলেন, এই লং মার্চ রাজনীতি নয় বরং এই লংমার্চ ‘পাকিস্তানের ভবিষ্যতের জন্য যুদ্ধ’। তিনি বলেন, ‘এটি রাজনীতির বাইরের একটি বিষয়। তবে এটি আমাদের ওপর যে চোরদের চাপিয়ে দেওয়া হয়েছে তাদের থেকে থেকে মুক্তির যুদ্ধ। এই যুদ্ধই ঠিক করবে দেশ কোথায় যাবে।’

এ সময় লংমার্চের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ইমরান খান বলেন, ‘আমি একটা কথা বলতে চাই, আগামী দিনে কারা দেশ চালাবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের কাছেই থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই জনগণ সিদ্ধান্ত নেবে। আজ আমি সমগ্র জাতির কাছে আবেদন করছি যে, আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে আমরা কি স্বাধীন দেশ হওয়ার পথে এগোতে চাই নাকি এই চোরদের সেবা করতে চাই।’

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন