হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি বেশির ভাগ পাকিস্তানি: জরিপ

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি বেশির ভাগ পাকিস্তানি। পাকিস্তানি গবেষণা সংস্থা ‘গ্যালাপ পাকিস্তানের’ একটি জরিপের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) সভাপতি শাহবাজ শরিফ। গত সোমবার বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তাঁর পক্ষে ১৭৪টি ভোট পড়ে। এক দিন আগে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। 

গত রোববার টেলিফোনের মাধ্যমে জরিপ চালায় গ্যালাপ পাকিস্তান। যেখানে পাকিস্তানের ১০০ জেলায় এক হাজারের বেশি নারী ও পুরুষ অংশ নেয়। জরিপে দেখা যায়, ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি ৫৭ শতাংশ পাকিস্তানি। আর ৪৩ শতাংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। 

জরিপে বলা হয়, ইমরানের ক্ষমতা হারানোয় খুশি হওয়া বেশির ভাগ লোকের অভিযোগ, সাবেক পাকিস্তানি ক্রিকেট তারকার শাসনামলে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অক্ষম ছিল। আর যারা অখুশি তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একজন সৎ ব্যক্তি ছিলেন। 

পাকিস্তানের অর্থনীতির অব্যবস্থাপনার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন ইমরান খান। তাঁর আমলে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করেছে। চলতি মাসে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়েছে। 

ইমরান খানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে তাঁকে ক্ষমতা থেকে সরিয়েছে। তবে এটি প্রমাণ হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন