হোম > বিশ্ব > পাকিস্তান

জানতাম ম্যাচটা ফিক্সড ছিল: ইমরান খান

ক্ষমতা হারানোর জন্য বিদেশি ষড়যন্ত্রকে আবারও দায়ী করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দাবি, অনাস্থা ভোটের প্রস্তাবের ম্যাচটি ফিক্সড ছিল। আর এটি তিনি জানতেন। গতকাল শনিবার করাচিতে এক র‍্যালিতে অংশ নিয়ে ইমরান খান এসব কথা বলেন। 

ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশজুড়ে ধারাবাহিক জনসভার কর্মসূচি শুরু করেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরই অংশ হিসেবে গতকাল শনিবার দেশটির পেশোয়ার শহরে বিশাল একটি জনসমাবেশের আয়োজন করা হয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

র‍্যালিতে ইমরান খান বলেন, ‘করাচির বাসিন্দারা, আমি কিছু বিশেষ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। কারণ সমস্যাটি আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যতের। আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি চাই আপনারা মনোযোগসহকারে শুনুন।’

তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান বলেন, ‘আমি জাতিকে বলতে চাই, আমি কখনো কোনো দেশের বিরুদ্ধে ছিলাম না। আমি ভারত, ইউরোপ বা মার্কিনবিরোধী নই। আমি বিশ্বের মানবতার সঙ্গে আছি। আমি কোনো জাতির বিরুদ্ধে নই। সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু কারও দাসত্ব চাই না।’

ইমরান দাবি করেন, যারা তাঁর দল ছেড়েছেন, তাঁরা গত তিন-চার মাস ধরে ষড়যন্ত্র করছেন। সেই সঙ্গে কিছু সাংবাদিক মার্কিন দূতাবাসে বৈঠক করেছেন। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সাংবাদিক জানিয়েছেন যে তাঁদের পেছনে অনেক টাকা খরচ হচ্ছে। এইভাবে ষড়যন্ত্রটি চলছিল এবং তারপর আমাদের মার্কিন রাষ্ট্রদূত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে সাক্ষাৎ করেন।’

ক্রিকেটের পরিভাষা ব্যবহার করে ইমরান বলেন, ‘আমি জানতাম অনাস্থা ভোটের ম্যাচ ফিক্সড ছিল। মধ্যরাতে আদালত খোলার বিষয়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল।’ 

ভাষণের শেষে ইমরান খান তাঁর উত্তরসূরি শাহবাজ শরিফের সমালোচনা করে বলেন, তাঁর বিরুদ্ধে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ও ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে বেশ কয়েকটি দুর্নীতির মামলা রয়েছে। 

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া