হোম > বিশ্ব > পাকিস্তান

জানতাম ম্যাচটা ফিক্সড ছিল: ইমরান খান

ক্ষমতা হারানোর জন্য বিদেশি ষড়যন্ত্রকে আবারও দায়ী করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দাবি, অনাস্থা ভোটের প্রস্তাবের ম্যাচটি ফিক্সড ছিল। আর এটি তিনি জানতেন। গতকাল শনিবার করাচিতে এক র‍্যালিতে অংশ নিয়ে ইমরান খান এসব কথা বলেন। 

ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশজুড়ে ধারাবাহিক জনসভার কর্মসূচি শুরু করেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরই অংশ হিসেবে গতকাল শনিবার দেশটির পেশোয়ার শহরে বিশাল একটি জনসমাবেশের আয়োজন করা হয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

র‍্যালিতে ইমরান খান বলেন, ‘করাচির বাসিন্দারা, আমি কিছু বিশেষ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। কারণ সমস্যাটি আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যতের। আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি চাই আপনারা মনোযোগসহকারে শুনুন।’

তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান বলেন, ‘আমি জাতিকে বলতে চাই, আমি কখনো কোনো দেশের বিরুদ্ধে ছিলাম না। আমি ভারত, ইউরোপ বা মার্কিনবিরোধী নই। আমি বিশ্বের মানবতার সঙ্গে আছি। আমি কোনো জাতির বিরুদ্ধে নই। সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু কারও দাসত্ব চাই না।’

ইমরান দাবি করেন, যারা তাঁর দল ছেড়েছেন, তাঁরা গত তিন-চার মাস ধরে ষড়যন্ত্র করছেন। সেই সঙ্গে কিছু সাংবাদিক মার্কিন দূতাবাসে বৈঠক করেছেন। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সাংবাদিক জানিয়েছেন যে তাঁদের পেছনে অনেক টাকা খরচ হচ্ছে। এইভাবে ষড়যন্ত্রটি চলছিল এবং তারপর আমাদের মার্কিন রাষ্ট্রদূত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে সাক্ষাৎ করেন।’

ক্রিকেটের পরিভাষা ব্যবহার করে ইমরান বলেন, ‘আমি জানতাম অনাস্থা ভোটের ম্যাচ ফিক্সড ছিল। মধ্যরাতে আদালত খোলার বিষয়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল।’ 

ভাষণের শেষে ইমরান খান তাঁর উত্তরসূরি শাহবাজ শরিফের সমালোচনা করে বলেন, তাঁর বিরুদ্ধে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ও ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে বেশ কয়েকটি দুর্নীতির মামলা রয়েছে। 

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন