হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে ৩০ জন নিহত

ঢাকা: পাকিস্তানে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ সোমবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার দাহারকি শহরের কাছে আজ সোমবার সকালে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

রেলওয়ে বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, করাচি থেকে সারগোধা যাওয়ার পথে লাইনচ্যুত হয় মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন। লাইনচ্যুত হওয়ার পর রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সাঈদ এক্সপ্রেস নামের ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। রায়তি রেলস্টেশনের কাছে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।

ঘোটকি জেলার এসএসপি উমর তুফাইল বলেন, ১৫ থেকে ২০ জনের মতো যাত্রী এখনো মিল্লাত এক্সপ্রেসের ধ্বংসস্তূপে আটকে আছেন। তাঁরা বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। তাঁদের উদ্ধারে ভারী যন্ত্রপাতির ব্যবস্থা করা হচ্ছে।

ঘোটকি, ধারকি, ওবারো এবং মিরপুর ম্যাথেলোর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ডাক্তার এবং হাসপাতাল কর্মীদের জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়েছে।

ঘোটকির ডেপুটি কমিশনার উসমান আবদুল্লাহ বলেন, উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। ছয় থেকে আটটি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনো ভেতরে অনেকেই আটকে আছেন।

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান