হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে নির্বাচন: সারা দেশে মোবাইল পরিষেবা বন্ধ

পাকিস্তানে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা উল্লেখ করে আজ সারা দিন দেশব্যাপী মোবাইল ফোন পরিষেবা স্থগিত করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, সারা দেশে মোবাইল পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, পাকিস্তানে সাম্প্রতিক জঙ্গি হামলায় মূল্যবান প্রাণ হারিয়েছেন অনেকেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা অপরিহার্য।

এএফপির সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদে তিনি মোবাইল নেটওয়ার্ক পাননি। অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতেও দুর্বল নেটওয়ার্কের খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে পাকিস্তানে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গণপরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে মোট ১৭ হাজার ৮১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১২ হাজার ৬৯৫ জনই লড়ছেন প্রাদেশিক পরিষদ নির্বাচনে। বাকি ৫ হাজার ১২১ জন লড়ছেন জাতীয় পরিষদ নির্বাচনে। 

এই নির্বাচনে জেল থেকেই ভোট দিয়েছেন ইমরান খান। তাঁর দল পিটিআইয়ের সঙ্গে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে দেশটির নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে। বিপরীতে আরেক সাবেক দণ্ডিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিদেশ থেকে এনে তাঁর সাজা স্থগিত করে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনের আগের দিন গতকাল বুধবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তান প্রদেশে প্রার্থীদের কার্যালয়ের বাইরে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এই জোড়া বোমা হামলার দায় স্বীকার্য করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট। 

নির্বাচনে অংশ নেওয়াদের মধ্যে ১৬ হাজার ৯৩০ জনই পুরুষ এবং নারী মাত্র ৮৮২ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার ট্রান্সজেন্ডার প্রতিদ্বন্দ্বী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে ৬ হাজার ৩১ জন প্রার্থী বিভিন্ন দলের ব্যানারে নির্বাচন করছেন। বাকিরা লড়ছেন স্বতন্ত্রভাবে।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন