হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ১৯, আহত অর্ধশত

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে বগি উল্টে ১৯ জন নিহত হয়েছেন। আজ রোববার করাচি থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে নবাবশাহে এ দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।   

দেশটির দক্ষিণাঞ্চলে নবাবশাহের সাহারা রেলস্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। উদ্ধারকর্মীদের সহযোগিতার জন্য সেনাবাহিনীকে ডাকা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া বগি থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করছে।

আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নবাবশাহ ও সিন্ধু প্রদেশের আশপাশের জেলাগুলোর প্রধান হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থলে অনেক মানুষের ভিড়। অনেক মানুষ উল্টে যাওয়া বগি থেকে বের হওয়ার চেষ্টা করছেন। 

রেল মন্ত্রী খাজা সাদ রফিক স্থানীয় গণমাধ্যমকে বলেন, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার আগে উদ্ধার কাজে গুরুত্ব দিচ্ছে।  

পাকিস্তানের প্রাচীন রেল ব্যবস্থায় দুর্ঘটনা নতুন নয়। ২০২১ সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয় ও ডজনখানেক আহত হয়। 

দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে এ ধরনের দুর্ঘটনায় ১৫০ জন মানুষের মৃত্যু হয়েছে।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া