হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ১৯, আহত অর্ধশত

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে বগি উল্টে ১৯ জন নিহত হয়েছেন। আজ রোববার করাচি থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে নবাবশাহে এ দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।   

দেশটির দক্ষিণাঞ্চলে নবাবশাহের সাহারা রেলস্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। উদ্ধারকর্মীদের সহযোগিতার জন্য সেনাবাহিনীকে ডাকা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া বগি থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করছে।

আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নবাবশাহ ও সিন্ধু প্রদেশের আশপাশের জেলাগুলোর প্রধান হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থলে অনেক মানুষের ভিড়। অনেক মানুষ উল্টে যাওয়া বগি থেকে বের হওয়ার চেষ্টা করছেন। 

রেল মন্ত্রী খাজা সাদ রফিক স্থানীয় গণমাধ্যমকে বলেন, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার আগে উদ্ধার কাজে গুরুত্ব দিচ্ছে।  

পাকিস্তানের প্রাচীন রেল ব্যবস্থায় দুর্ঘটনা নতুন নয়। ২০২১ সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয় ও ডজনখানেক আহত হয়। 

দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে এ ধরনের দুর্ঘটনায় ১৫০ জন মানুষের মৃত্যু হয়েছে।

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান