হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে মন্দিরে হামলা, ভাঙচুর

পাকিস্তানের করাচিতে একটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাতে করাচির কোরাঙ্গির ‘জে’ এলাকায় শ্রী মারি মাতা মন্দিরে হামলা চালায় একদল দুষ্কৃতকারী। 

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বুধবার করাচির কোরাঙ্গি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। কোনো প্রকার ঝামেলা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

করাচির কোরাঙ্গি এলাকায় বসবাসকারী এক ব্যক্তি এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, ‘৬ থেকে ৮ জন মোটরসাইকেলে করে এসে মন্দিরে ভাঙচুর চালায়। তবে কে বা কারা এ হামলা করেছে তা আমরা জানি না। এই হামলার পর থানায় গিয়ে মামলা দায়ের করেছি।’ 

এ ছাড়া এসএইচও ফারুক সানজরনি জানান, ‘অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন মন্দিরে ঢুকে ভাঙচুর চালায়। এই হামলার ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের কো হয়েছে।’ 

উল্লেখ্য, পাকিস্তানে হিন্দু মন্দিরে হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছরের অক্টোবরে সিন্ধু নদীর তীরে কোটরিতে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দিরও ভাঙচুর করা হয়েছিল।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড