হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন, ১ ডলারের দাম ২৬২

তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে পাকিস্তান। পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়েছে। গত বৃহস্পতিবার ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা রুপির মান রেকর্ড ৯ দশমিক ৬ শতাংশ কমার পর প্রতি ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছিল ২৫৫ রুপিতে। ১৯৯৯ সালে নতুন বিনিময় হার ব্যবস্থা চালুর পর এটিই একদিনে সর্বোচ্চ দরপতনের রেকর্ড। 

শুক্রবার ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা রুপির মান ২ দশমিক ৭ শতাংশ কমার পর প্রতি ডলারের দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ২৬২ দশমিক ৬ রুপিতে। 

আজ শনিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য ডন। খোলাবাজারে ২৭৫ রুপিতেও ডলার বিক্রি হচ্ছে। তবে লেনদেন খুবই সামান্য। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার দেশটির বৈদেশিক মুদ্রা বিনিময়কারী কোম্পানিগুলো পাকিস্তানের খোলাবাজারে মুদ্রার বিনিময় হারের সীমা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিন থেকেই ডলারের বিপরীতে রুপির দরপতন শুরু হয়। 

এদিকে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, আগামী মঙ্গলবার আইএমএফ এর প্রতিনিধি দল অর্থনৈতিক সহায়তা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে ইসলামাবাদে যাবে।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড