হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন, ১ ডলারের দাম ২৬২

তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে পাকিস্তান। পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়েছে। গত বৃহস্পতিবার ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা রুপির মান রেকর্ড ৯ দশমিক ৬ শতাংশ কমার পর প্রতি ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছিল ২৫৫ রুপিতে। ১৯৯৯ সালে নতুন বিনিময় হার ব্যবস্থা চালুর পর এটিই একদিনে সর্বোচ্চ দরপতনের রেকর্ড। 

শুক্রবার ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা রুপির মান ২ দশমিক ৭ শতাংশ কমার পর প্রতি ডলারের দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ২৬২ দশমিক ৬ রুপিতে। 

আজ শনিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য ডন। খোলাবাজারে ২৭৫ রুপিতেও ডলার বিক্রি হচ্ছে। তবে লেনদেন খুবই সামান্য। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার দেশটির বৈদেশিক মুদ্রা বিনিময়কারী কোম্পানিগুলো পাকিস্তানের খোলাবাজারে মুদ্রার বিনিময় হারের সীমা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিন থেকেই ডলারের বিপরীতে রুপির দরপতন শুরু হয়। 

এদিকে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, আগামী মঙ্গলবার আইএমএফ এর প্রতিনিধি দল অর্থনৈতিক সহায়তা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে ইসলামাবাদে যাবে।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন