হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানকে সতর্ক করল তালেবান 

পাকিস্তানের রকেট হামলায় আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ছয়জন নিহত হওয়ার পর ইসলামাবাদকে সতর্ক করে দিয়েছে তালেবান। গতকাল শনিবার ভোরে চালানো ওই হামলায় নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত বছর তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তান জঙ্গিগোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে পাকিস্তানের এই দাবি অস্বীকার করেছে তালেবান।   

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একজন সরকারি কর্মকর্তা ও একজন বাসিন্দা এএফপিকে জানান, শনিবার ভোরে পাকিস্তানের রকেট হামলায় ছয়জন নিহত হয়। 

এ নিয়ে কুনার প্রদেশের সরকারি কর্মকর্তা নজিবুল্লাহ হাসান আবদাল বলেন, কুনারের শেলটন জেলায় পাকিস্তানি রকেট হামলায় পাঁচ শিশু ও এক নারী নিহত হয়েছে। এই হামলায় একজন আহত হয়েছে। 

শেলটন জেলার বাসিন্দা এহসানউল্লাহ বলেন, পাকিস্তানের সেনাদের পক্ষ থেকে এই হামলা চালানো হয়। 

আফগানিস্তানের আরেকজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তবর্তী খোস্ত প্রদেশেও শনিবার ভোরে হামলা চালান হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, পাকিস্তানি হেলিকপ্টার খোস্ত প্রদেশের ডুরান্ড লাইনের কাছাকাছি চারটি গ্রামে বোমাবর্ষণ করেছে। শুধু বেসামরিক বাড়িঘরে হামলা চালানো হয়। সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। এসব হামলার পর পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে তালেবান সরকার। 

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ একটি অডিও বার্তায় বলেন, ‘আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের পক্ষ থেকে যে বোমাবর্ষণ ও হামলা চালানো হয়েছে তার নিন্দা জানাই। পাকিস্তানিদের জানা উচিত, যুদ্ধ শুরু হলে তা কোনো পক্ষেরই স্বার্থে হবে না। এটি এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার