হোম > বিশ্ব > পাকিস্তান

প্রেমের টানে সীমান্ত পাড়ি দিলেন ভারতীয় গৃহবধূ, তাঁকে বিয়ে করবেন না পাকিস্তানি যুবক

কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের টানে চার সন্তানকে নিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন এক পাকিস্তানি নারী। পরে প্রেমিকসহ সন্তানদের নিয়ে নয়াদিল্লির নয়ডায় বসবাসও শুরু করেন তিনি। তিনি অবশ্য এখন পুলিশ হেফাজতে।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ফেসবুকে প্রেমের সূত্র ধরে ভারতীয় আরেক গৃহবধূ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ায় গিয়ে অবস্থান করছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনাটি নতুন মোড় নিয়েছে বলে আভাস দিয়ে ভারতীয় গণমাধ্যম পিটিআই। 

আজ সোমবার সন্ধ্যায় প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমের টানে সীমান্ত পাড়ি দেওয়া ৩৪ বছর বয়সী গৃহবধূ অঞ্জুকে বিয়ে করবেন না বলে জানিয়ে দিয়েছেন তাঁর ২৯ বছর বয়সী পাকিস্তানি প্রেমিক নাসরুল্লাহ। এমনকি দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের কথাও এখন অস্বীকার করছেন ওই যুবক। প্রেমের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন অঞ্জুও।

এর আগে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ভারতের উত্তর প্রদেশের কাইলর নামক একটি গ্রামে অঞ্জুর বাবার বাড়ি। স্বামীর সঙ্গে তিনি রাজস্থানের আলওয়ারে থাকতেন। 

২০১৯ সালে ফেসবুকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা নাসরুল্লাহর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। সীমান্ত পাড়ি দেওয়া অঞ্জু বর্তমানে নাসরুল্লাহর সঙ্গে সেখানেই অবস্থান করছেন। 

অঞ্জু জানান, পাকিস্তানে প্রবেশের পর প্রেমিকসহ তিনি পুলিশের হেফাজতে ছিলেন। পরে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুশতাক খাব ভিসাসহ বিভিন্ন নথিপত্র যাচাই করে তাঁদের ছেড়ে দেন। নথিপত্র ঠিক থাকায় অঞ্জুকে পাকিস্তানে অবস্থান করার অনুমতি দেওয়া হয়। দেশের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সে জন্য তাঁকে পর্যাপ্ত নিরাপত্তাও দেয় স্থানীয় প্রশাসন। 

এ বিষয়ে অঞ্জুর স্বামী অরবিন্দ জানান, গত বৃহস্পতিবার অঞ্জু জয়পুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তাঁর পরিবার জানতে পারে, অঞ্জু পাকিস্তানে অবস্থান করছেন। 

অরবিন্দ পুলিশকে বলেন, ‘বন্ধুর সঙ্গে দেখা করবেন বলে অঞ্জু বাসা থেকে বের হন। কয়েক দিন আগে হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে যোগাযোগ হলে জানতে পারি, সে লাহোরে আছে।’ 

অঞ্জু ও অরবিন্দ ২০০৭ সালে বিয়ে করেন। তাঁরা একসঙ্গেই থাকতেন। দুজনই বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁদের ১৫ বছরের একটি মেয়ে ও ৬ বছরের একটি ছেলে আছে। 

অরবিন্দ জানান, দেশের বাইরে চাকরির জন্য আবেদন করবেন বলে ২০২০ সালে অঞ্জু পাসপোর্ট তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কারও সঙ্গে তাঁর যোগাযোগের কথা জানতেন না তিনি।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন