হোম > বিশ্ব > পাকিস্তান

যুক্তরাষ্ট্রের কথিত ‘হস্তক্ষেপের’ কঠোর প্রতিবাদ ইসলামাবাদের

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের কথিত ‘হস্তক্ষেপের’ জন্য কঠোর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কূটনীতিককে তলব করে ইসলামাবাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ৬৯ বছর বয়সী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বৃহস্পতিবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র একটি ‘হুমকিমূলক চিঠি’ দিয়েছে পাকিস্তানকে। এই চিঠিকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অপসারণের একটি বিদেশি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছিলেন। ইমরান খান বলেছিলেন, একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সেই চিঠির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কূটনীতিককে ডেকে এনে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাল পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে মার্কিন কূটনীতিকের হাতে। সেই প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।’

পিটিআই আরও জানায়, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) বৈঠকে মার্কিন চিঠির ব্যাপারে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হওয়ার কথা ছিল গতকাল। তবে তা শুরু হয়নি। জাতীয় পরিষদের অধিবেশন আগামী রোববার পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে। সেদিনই অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। ইমরান খান দাবি করেছেন, তাঁর ওপরে আনীত অনাস্থা প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে।

তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, তারা পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো চিঠি পাঠায়নি।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড