হোম > বিশ্ব > পাকিস্তান

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইএসআই কর্মকর্তাকে দায়ী করলেন ইমরান 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদি’ লং মার্চে আজ বৃহস্পতিবার বিকেলে গুলিবিদ্ধ হন ইমরান খান। তাঁর অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে তাঁরা জানিয়েছেন, এই বন্দুক হামলার পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল দায়ী বলে উল্লেখ করেছেন ইমরান খান।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) আসাদ উমর আজ এক ভিডিও বার্তায় বলেছেন—পিটিআই চেয়ারম্যান ইমরান খান আজকের হামলার পেছনে কারা দায়ী তাদের নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘এই ভিডিও করার আগে ইমরান খান আমাদের ডেকেছিলেন এবং বলেছেন আমরা যেন এই বার্তা জাতির উদ্দেশে প্রচার করি।’

আসাদ উমর আরও বলেন, ‘ইমরান খান এই হামলার ব্যাপারে আগেই বেশ কিছু তথ্য জানতে পেরেছিলেন।’ তিনি আরও বলেন, ‘তিনি (ইমরান) বিশ্বাস করেন যে—এই হামলার পেছনে তিনজন মানুষ দায়ী এবং তাঁরা হলেন—শাহবাজ শরীফ, রানা সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়সাল।’

আসাদ উমর তাঁর ভিডিও বার্তায় আরও জানান, ইমরান খান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালের পদচ্যুতি দাবি করেছেন। অন্যথায় দেশজুড়ে আরও কঠোর আন্দোলন শুরু হবে।

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান