হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানের দল ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না: পিপিপি

শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলটি বলেছে, তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছে এবং দলের প্রধান নওয়াজ শরিফকে বিশেষ সুবিধা দিচ্ছে। পাশাপাশি দলটি নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি নির্বাচনে অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না জনগণের কাছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিপিপি সেক্রেটারি জেনারেল নায়ার বুখারি এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নির্বাচন বিলম্বিত হলে কী সংকট দেখা দিতে পারে, সে বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন। 

পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ বা তফসিল ঘোষণা করা হয়নি। ফলে দেশটিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয় নিয়ে সংশয় দেখা দিয়েছে। 

নায়ার বুখারি বলেছেন, ‘নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না করায় নির্বাচন কমিশন দেশের জনগণ ও সর্বোচ্চ আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য।’ তিনি বলেন, ‘এটি সবাই জানে যে, ‘তত্ত্বাবধায়ক সরকার একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। কিন্তু নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন উঠবে।’ এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন, এমনটা হলে, বিশেষ করে নির্বাচনের ফলাফল যদি সবাই মেনে না নেয়, তাহলে দেশ সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে যাবে। 
 
পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকার নওয়াজ শরিফের সাজা স্থগিত করেছে উল্লেখ করে বুখারি বলেন, ‘যতই দিন যাচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষপাতিত্ব আরও স্পষ্ট হচ্ছে। কিসের ভিত্তিতে পাঞ্জাব সরকার এই সাজা বাতিল করেছে?’ 

এদিকে পিপিপির পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রানা ফারুক লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, পিপিপি এটি পরিষ্কার করে জানাচ্ছে যে, ‘পিটিআইকে বাদ দিয়ে’ কোনো ধরনের নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য হবে না। ইমরান খান ও তাঁর দল কী করেছে, তা আমরা সমর্থন করি না, যে যা করেছে তার ফল ভোগ করবে। কিন্তু এটি আমাদের মাথায় রাখতে হবে যে, পিটিআইকে বাদ দিয়ে কোনো ধরনের নির্বাচনের ফলাফল কারও কাছে গ্রহণযোগ্য হবে না।’

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন