হোম > বিশ্ব > পাকিস্তান

নতুন সরকার হঠাতে বিদেশি অনুদান চাইছেন ইমরান খান 

পাকিস্তানের নতুন সরকার হঠাতে বিদেশি অনুদান চাইছেন অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতা হারানো পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। গতকাল শুক্রবার একটি টুইট বার্তায় ইমরান ‘বিদেশি সমর্থিত’ সরকারের পতনের জন্য অনুদান দেওয়ার আহ্বান জানান।  ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

টুইটারে ভিডিও বার্তায়, ইমরান বিদেশি পাকিস্তানিদের নামঞ্জুর ডট কম নামের ওয়েবসাইট সম্পর্কে অবহিত করেন। এটি শাহবাজ শরিফের সরকার পতন এবং নতুন নির্বাচন করার জন্য বিদেশিদের কাছ থেকে অনুদান সংগ্রহ করছে।

এই কর্মকাণ্ডকে ‘হাকিকি-আজাদি’ বলে আখ্যায়িত করে ইমরান বলেন, দুর্নীতিগ্রস্ত সরকারকে পাকিস্তানের ২২ কোটি মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। দেশ কে শাসন করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া পাকিস্তানের নাগরিকদের অধিকার।

ষড়যন্ত্র করে শাহবাজ শরিফকে ক্ষমতায় আনার জন্য ভিডিওতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি দুর্নীতিগ্রস্ত সরকার পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। তাই তিনি চান দেশটি নতুন নির্বাচন করুক, যাতে পাকিস্তানি নাগরিকেরা তাঁদের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। 
 
অনাস্থা ভোটের কয়েক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবটি মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া একটি ‘বিদেশি ষড়যন্ত্রের’ অংশ ছিল। । প্রমাণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের পাকিস্তান দূতাবাস থেকে প্রাপ্ত একটি চিঠির কথা উল্লেখ করেন। তবে এই চিঠিকে ভুয়া বলে দাবি করেছেন বিরোধী নেতারা। 

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া