হোম > বিশ্ব > পাকিস্তান

এ যেন সেই পুরোনো পাকিস্তান: জেমিমা

পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের লন্ডনের বাসভবনের সামনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে। আর এতে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন জেমিমা গোল্ডস্মিথ। আজ শুক্রবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘এ যেন সেই পুরোনো পাকিস্তান। সেই নব্বই দশকের লাহোর।’ পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার পিএমএল-এন নেতা আবিদ শের আলী এক টুইটার পোস্টে বলেছেন, জেমিমার লন্ডনের বাড়ির বাইরে বিক্ষোভ করা হবে। তিনি তাঁর পুরো ঠিকানা সংবলিত একটি ছবিও শেয়ার করেছেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। 

উল্লেখ্য, ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানে অনুসারীদের প্রতি বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। তাঁকে হটিয়ে ক্ষমতায় আসা দল পিএমএল-এনের নেতাদের বাড়ির সামনে বিক্ষোভ করারও নির্দেশ দিয়েছেন তিনি। 

এর প্রতিক্রিয়ায় আবিদ শের আলী জেমিমা গোল্ডস্মিথের লন্ডনের বাসভবনের সামনে বিক্ষোভের ডাক দেন। তিনি জানিয়েছেন, এই বিক্ষোভের জন্য ইমরানই দায়ী। তিনিই আগে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের বাড়ির সামনে বিক্ষোভের নির্দেশ দিয়েছেন। তিনি প্রতিদিন ঘৃণা, সমকামিতা এবং সন্ত্রাসবাদকে উসকে দেন। 

আবিদ শের আলীর গতকালের টুইটার পোস্টের প্রতিক্রিয়ায় জেমিমা বলেছেন, ‘আমার বাসার সামনে বিক্ষোভে ডাক, আমার সন্তানদের লক্ষ্যবস্তুতে পরিণত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবিদ্বেষ...মনে হচ্ছে আমি যেন সেই নব্বই দশকের লাহোরে ফিরে এসেছি।’ 

তিনি টুইটারে ‘পুরোনো পাকিস্তান’ হ্যাশট্যাগ যোগ করে লিখেছেন, সম্মানের সঙ্গেই বলছি, এসব ব্যাপারে আমাদের কিছুই করার নেই। কারণ পাকিস্তানের রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এমনকি আমার সন্তানদেরও নেই। তারা ব্যক্তিগত গন্ডিতেই থাকে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় নয়। 

এদিকে পাকিস্তানের খ্যাতিমান সাংবাদিক হামিদ মীর পিটিআই ও পিএমএল-এন নেতাদের প্রতি এ ধরনের বিক্ষোভ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এক টুইটার পোস্টে হামির মীর বলেছেন, নওয়াজ শরিফের লন্ডনের বাড়ির সামনে বিক্ষোভ করা থেকে পিটিআইকে অবশ্যই বিরত থাকতে হবে। একইভাবে পিএমএল-এনের উচিত হবে না জেমিমার বাড়ির সামনে বিক্ষোভ করা। 

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া