হোম > বিশ্ব > পাকিস্তান

সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুশ শাকুর। শনিবার (১৫ এপ্রিল) দেশটির রাজধানী ইসলামাবাদে দুর্ঘটনায় নিহত হন তিনি। 

পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বিকেলে মন্ত্রী আবদুশ শাকুর হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। টুইটার পোস্টে পুলিশ জানিয়েছে, মন্ত্রীকে বহন করা গাড়িতে একটি টয়োটা হিলাক্স রেভো গাড়ি ধাক্কা মারে। মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারা হিলাক্স রেভোতে পাঁচজন ছিলেন। গাড়িটি ও এর চালককে আটক করা হয়েছে। 

এক বিবৃতিতে পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আকবর নাসির খান বলেন, ‘আবদুশ শাকুর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এ সময় গাড়িতে তিনি একা ছিলেন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মন্ত্রী মারা যান।’ 

আইজিপি আরও জানান, ‘এ ঘটনার তদন্ত চলছে। গাড়ি ও এর চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আর ওই গাড়ির আহত যাত্রীরা চিকিৎসাধীন।’ 

মুফতি আবদুশ শাকুর পাকিস্তানের একটি আদিবাসী এলাকা থেকে জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) দলের হয়ে পার্লামেন্ট সদস্য (এমএনএ) নির্বাচিত হয়েছিলেন। 

ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুশ শাকুরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বিবৃতিতে তিনি শোক জানানোর পাশাপাশি মন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন