হোম > বিশ্ব > পাকিস্তান

আমি তোমাদের সন্তানদের জন্য লড়ছি, গ্রেপ্তারের আগে বলে গেলেন ইমরান

ইসলামাবাদের একটি আদালতে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে তাঁর লাহোরের বাড়ি জামান পার্ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের আগেই নিজ সমর্থক ও দেশবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন ইমরান খান। 

আজ শনিবার গ্রেপ্তারের আগমুহূর্তে ধারণ করা ওই ভিডিও বার্তায় দেশের জনগণকে বাড়িতে নীরব হয়ে বসে না থাকার আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী। 

ইমরান খান বলেন, ‘আমি আমার নয়, তুমি এবং তোমার সন্তানদের জন্য লড়াই করছি।’ 

আরও বলেন, ‘আমি তোমাদের অনুরোধ করছি, ন্যায়ের জন্য লড়াইয়ে তোমরা শামিল হও।’ 

নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা ওই ভিডিও বার্তার বিষয়ে ইমরান কয়েক লাইন ভূমিকাও লিখেছেন। এতে তিনি জানান, তাঁকে যে গ্রেপ্তার করা হবে—তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তিনি লিখেছেন, ‘আমি গ্রেপ্তার হওয়ার আগমুহূর্তে এই ভিডিওটি ধারণ করছি।’ 

গ্রেপ্তারের বিষয়টিকে লন্ডনের পরিকল্পনার একটি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন ইমরান এবং সমর্থকদের শান্তিপূর্ণ, অবিচল ও শক্ত থাকার আহ্বান জানান তিনি। 

একটি টুইট বার্তায় পিটিআইয়ের পাঞ্জাব শাখার নেতা-কর্মীরা দলীয় প্রধানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। ইমরান খানকে কোট লাখপাত কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানানো হয় ওই টুইটে। 

৯ মের পর দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হলেন ইমরান। ইসলামাবাদের আদালতে তোষাখানা মামলার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন না তিনি। তাঁর আইনজীবীরাও অনুপস্থিত ছিলেন। ওই মামলায় ইমরানের তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান