হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে পর্যটকবাহী বাস খাদে, নিহত ৫ 

পাকিস্তানের গিলগিট-বালটিস্তান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। আজ রোববার বেশ কয়েকজন পর্যটককে বহনকারী একটি বাস খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গিলগিট-বালটিস্তানের দায়ামার জেলার থালাচি এলাকার কারাকোরাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দায়ামার জেলার সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ আয়াজ নিহত এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজনই নারী, বাকি দুজনের মধ্যে একটি শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। তিনি জানিয়েছেন, বাসটি গিলগিট থেকে লাহোর যাচ্ছিল।

মোহাম্মদ আয়াজ জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং আহতদের উদ্ধার করে তারা হাসপাতালে পাঠান। গাড়িটিতে মোট ১৮ জন যাত্রী ছিল বলেও জানান তিনি।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোরও নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার নির্দেশও দিয়েছেন শাহবাজ।

এর আগে, চলতি মাসেই গিলগিট-বালটিস্তানের হানজা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আরও ৫ জন নিহত এবং ১৩ জন আহত হন। পর্যটকবাহী একটি বাস সড়কের পাশের একটি পর্বতে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান