হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৭ 

পাকিস্তানের বেলুচিস্তানে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক উল্টে অন্তত ১৭ নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। পুলিশ জানিয়েছে, ট্রাকটি প্রদেশের হাব জেলার শাহ নুরানি মাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বেলুচিস্তানের সাকরো অঞ্চলের সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা ওয়াজিদ আলি বলেন, দুর্ঘটনায় আহত ট্রাকচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, সড়কের একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জিয়ারতকারীদের নিয়ে ঠাট্টা জেলা থেকে হাব জেলা হয়ে খুজদার জেলায় অবস্থিত শাহ নূরানির মাজারে যাচ্ছিল। 

করাচির সোহরাব গোঠ এলাকার এধি মর্গের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ কর্মকর্তা ওয়াজিদ আলি বলেন, ‘মাকলির কাসিম জোখিও গ্রাম থেকে ৭০ জনেরও বেশি লোক জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘নিহত ১৭ জনের মধ্যে অন্তত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে।’ 

এর আগে গত মার্চে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, কোয়েটা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বের ওই খনিতে বিস্ফোরণে মাত্র ১০ জন শ্রমিক আটকা পড়েছিলেন। 

এর আগে ২০১৮ সালের মে মাসে একই অঞ্চলে পাশাপাশি অবস্থিত দুটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ১১ জন আহত হন। তার আগে ২০১১ সালে বেলুচিস্তানের আরেকটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত হন ৪৩ শ্রমিক।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন