হোম > বিশ্ব > পাকিস্তান

কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার রোডম্যাপ দিলে ভারতের সঙ্গে আলোচনা:  ইমরান খান

কাশ্মীরের বিশেষ মর্যাদা নিয়ে ভারতীয় সংবিধানের বিলুপ্ত ধারা পুনর্বহালের রোডম্যাপ দিলে ভারতে সঙ্গে আবারও পাকিস্তান আলোচনা শুরু করতে প্রস্তুত প্রস্তুত বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শুক্রবার ইসলামাবাদে সরকারি বাসভবনে বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন তিনি। 

রয়টার্সকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যদি একটি রোডম্যাপ থাকে, তাহলে, হ্যাঁ, আমরা আলোচনা করব।

উভয় দেশই হিমালয়ের ওই পুরো অঞ্চলটিকে নিজের অংশ হিসেবে দাবি করে আসছে। কিন্তু এর কিছু অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে এবং কিছু অংশ ভারতের নিয়ন্ত্রণে রয়েছে।

ভারতের সঙ্গে আলোচনার বিষয়ে ইমরান খান আরও বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত জাতিসংঘের ঘোষণা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। এখন তারা যদি আমাদেরকে একটি রোডম্যাপও দেয় যে কাশ্মীরের মর্যাদা আগের অবস্থায় ফিরিয়ে নিতে এসব পদক্ষেপ নেওয়া হবে, সেটাও গ্রহণযোগ্য হবে।

এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স।

 উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার বিলুপ্ত করে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করে সেদেশের সরকার। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কূটনৈতিক সম্পর্ক সীমিত এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করে পাকিস্তান।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড