হোম > বিশ্ব > পাকিস্তান

‘আমাদের শিক্ষা হয়েছে’, ভারতের সঙ্গে শান্তি চান পাকিস্তান প্রধানমন্ত্রী

যুদ্ধ নয়, এবার শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে কয়েকবার সংঘর্ষের পর যে শিক্ষা হয়েছে, তাতে করে সংঘর্ষ থামাতে চায় পাকিস্তান।

দুবাইভিত্তিক একটি গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কাশ্মীর বিরোধ নিয়ে কথা বলতে চান। যাতে এই সমস্যার একটি যথাযথ এবং স্থায়ী সমাধান করা যায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ বলেছেন, ‘ভারতের সঙ্গে তিনটি যুদ্ধ হয়েছে। আর সেসব যুদ্ধ দেশের জনগণের জন্য আরও দুর্দশা, দারিদ্র্য ও বেকারত্বই এনেছে। এতে আমাদের শিক্ষা হয়েছে। তাই আর যুদ্ধ নয়, এবার পাকিস্তান শান্তি চায়।’ 

শাহবাজ বলেন, ‘ভারতীয় নেতৃত্ব এবং নরেন্দ্র মোদির কাছে আমার বার্তা হলো—আসুন, আমরা একসঙ্গে বসে এক টেবিলে আমাদের গুরুতর সমস্যাগুলো নিয়ে কথা বলি। কাশ্মীরের মতো জ্বলন্ত সমস্যাগুলোর সমাধান করি। কারণ আমরা শান্তির বার্তা নিয়ে অগ্রগতি করব, নাকি ঝগড়া এবং অশান্তি চালিয়ে যাব, তা সম্পূর্ণ আমাদের ওপর নির্ভর করে।’

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন