হোম > বিশ্ব > পাকিস্তান

তালেবানকে স্বীকৃতি দিতেই হবে যুক্তরাষ্ট্রের: ইমরান খান 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আজ হোক আর কাল আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতেই হবে যুক্তরাষ্ট্রের। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেছেন । পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও টিভিও এই সাক্ষাৎকারের বিষয়টি জানিয়েছে। 

সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন,  পাকিস্তান যদি একতরফাভাবে তালেবানকে স্বীকৃতি দেয়, তাহলে আফগানিস্তানে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপ , চীন ও রাশিয়াকে স্বীকৃতি দিতে হবে।

তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইমরান খান বলেন, এ ব্যাপারে পাকিস্তান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করছে এবং পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

তালেবানের কাবুল দখল করা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাবুল দখলের সময় রক্তপাত নিয়ে আমরা ভীত ছিলাম এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর অপ্রত্যাশিত ছিল।

 আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পেছনে পাকিস্তানের বড় ভূমিকা আছে বলে গুঞ্জন রয়েছে। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান।

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার