হোম > বিশ্ব > পাকিস্তান

প্রথম নারী ব্রিগেডিয়ার পেল পাকিস্তানের খ্রিষ্টান সম্প্রদায়

পাকিস্তান সেনাবাহিনীতে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রথম নারী হিসেবে ব্রিগেডিয়ার পদে উন্নীত হয়েছেন ডা. হেলেন মেরি রবার্টস। তিনি পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কর্পসের সদস্য। আজ রোববার পাকিস্তান সরকার তাঁর পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ডা. হেলেন মেরি রবার্টসের পদোন্নতিতে তাঁকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট। পোস্টে বলা হয়েছে, ‘পাকিস্তানের খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য হেলেন মেরি রবার্টসকে আর্মি মেডিকেল কোরের ব্রিগেডিয়ার পদে উন্নীত করায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ অভিনন্দন।’ 

পাকিস্তান সেনাবাহিনীতে ২৬ বছর ধরে প্যাথলজিস্ট হিসেবে কর্মরত ডা. হেলেন মেরি রবার্টস। তাঁর পদোন্নতিতে অভিনন্দন বার্তায় শাহবাজ শরিফ বলেছেন, ‘ব্রিগেডিয়ার হেলেন মেরি রবার্টস পাকিস্তানি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম নারী ব্রিগেডিয়ার, আমি এবং সমগ্র জাতি তাঁকে অভিনন্দন জানাচ্ছি।’ 
 
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, কর্নেল ডা. হেলেন মেরি রবার্টস পাকিস্তান সেনাবাহিনীতে মেধা ও জাতীয় প্রতিনিধিত্বের আরেকটি জীবন্ত উদাহরণ। আইএসপিআরের পরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার জানান, ডা. হেলেন মেরি পাকিস্তান সেনাবাহিনীর প্রথম নারী সার্জন জেনারেল। 
 
এর আগে, পাকিস্তান সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্য ডিঙিয়ে প্রথম নারী হিসেবে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন নিগার জোহার। পরে ২০২০ সালে নিগার জোহার পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের একজন হিসেবে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন