হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ২৪

বিস্ফোরণে কোয়েটা রেলস্টেশন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবি: ডনের সৌজন্যে

পাকিস্তানের কোয়েটায় রেলওয়ে স্টেশনে একটি আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।

স্থানীয় বিভাগীয় কমিশনার হামজা শাফকাতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন এক সপ্তাহ আগে বেলুচিস্তানের মাসতুং জেলায় একটি মেয়েদের স্কুল এবং হাসপাতালের কাছে বোমা বিস্ফোরণে পাঁচ শিশুসহ আটজন নিহত হয়।

গত এক বছরে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে।

কোয়েটার বিভাগীয় কমিশনার হামজা শাফকাত নিশ্চিত করেছেন, এটি আত্মঘাতী হামলা ছিল।

তিনি আরও জানান, প্রশাসন রেলওয়ে কর্তৃপক্ষকে ট্রেন চলাচল স্থগিত করার জন্য চিঠি দিয়েছে।

বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামে নিষিদ্ধ ঘোষিত একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর পাকিস্তান রেলওয়ে গত ১১ অক্টোবর কোয়েটা ও পেশোয়ারের মধ্যে ট্রেন চলাচল পুনরায় শুরু করার ঘোষণা দেয়।

কলপুর এবং মাচের মধ্যে একটি প্রধান রেলওয়ে ব্রিজ বিস্ফোরণে ধ্বংস হওয়ার পর ট্রেন চলাচল ২৬ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে স্থগিত করা হয়েছিল। এটিও ছিল বিএলএর পরিকল্পিত হামলার অংশ।

বিভাগীয় কমিশনার শাফকাত জিও নিউজের সঙ্গে কথা বলার সময় আহতদের জন্য জনসাধারণকে রক্তদানে আহ্বান জানান।

এর আগে কোয়েটার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) অপারেশনস মোহাম্মদ বালুচ জানিয়েছেন, ঘটনার সময় প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন। ভিডিও ফুটেজে তিনি এ দৃশ্য দেখেছেন।

তিনি আরও জানান, বিস্ফোরণের সময় জাফর এক্সপ্রেস ট্রেনটি পেশোয়ারের উদ্দেশে প্ল্যাটফরম থেকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ।

রিন্দ বলেন, বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে এবং ঘটনার ওপর একটি প্রতিবেদন চাওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা আরও জানান, সেখানে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন