হোম > বিশ্ব > পাকিস্তান

গোপনে চিঠি বিনিময় করলেন শাহবাজ-পুতিন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরের মধ্যে গোপনে চিঠি বিনিময় করেছেন। পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করছে হিন্দুস্তান টাইমস ও বার্তা সংস্থা এএনআই। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জনগণের আলোচনা এবং গণমাধ্যম থেকে দূরে থাকতেই দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা নীরবে চিঠি আদান-প্রদান করেছেন বলে ধারণা করা হচ্ছে। চিঠিতে উভয় দেশই তাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে। 

পুতিন তাঁর চিঠিতে পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন পুতিন। অন্যদিকে শাহবাজ তাঁর চিঠিতে আফগানিস্তানে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে পুতিনের কাছ থেকে আগের মতোই সহযোগিতা কামনা করেছেন। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে এ চিঠির ব্যাপারটি নিশ্চিত করেছেন। 

এর আগে ভ্লাদিমির পুতিন রুশ দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট থেকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছিলেন। 

শাহবাজকে লেখা চিঠিতে পুতিন আরও বলেছেন, আফগান সংকট ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তান-রাশিয়া তাদের যৌথ অংশীদারত্ব আরও বিকশিত করবে বলে আশা করে রাশিয়া। 

এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, পাকিস্তানের গণমাধ্যম বিশ্বাস করে, ইসলামাবাদের নতুন সরকার পশ্চিমের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে জোর দেবে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের কারণে দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছে, তা পুনরুদ্ধারের চেষ্টা করবে। শাহবাজ শরিফ পাকিস্তানের পররাষ্ট্রনীতির স্বার্থকে এগিয়ে নিতে নীরবে কাজ করবেন বলে আশা করে পাকিস্তানের জনগণ। 

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান