হোম > বিশ্ব > পাকিস্তান

আফগান বাহিনীর গুলিতে পাকিস্তান সীমান্তে ৬ জন নিহত

পাকিস্তান সংলগ্ন সীমান্ত ক্রসিংয়ে গতকাল রোববার গুলি চালিয়েছে আফগানিস্তানের তালেবান বাহিনী। এতে পাকিস্তানের অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের চামান শহরের কাছে বিনা উসকানিতে নির্বিচারে গুলি চালিয়ে এ হতাহতের ঘটিয়েছে তালেবান বাহিনী। পাকিস্তানের সীমান্ত সৈন্যরাও এ হামলার পাল্টা জবাব দিয়েছে। তবে তারা নিরীহ বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়নি। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ হামলার ভয়াবহতা তুলে ধরতে ইতিমধ্যে কাবুলে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। 

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রবীণ প্রাদেশিক সরকারি কর্মকর্তা এএফপিকে বলেছেন, আফগান বাহিনী সীমান্তে বেড়ার অংশ কাটার চেষ্টা করছিল। তখন এ সংঘর্ষটি ঘটে। তবে কাবুল তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। 

আফগানিস্তানের স্পিন বোলদাক শহর ও পাকিস্তানের চামান শহরের হাজার হাজার মানুষ প্রতিদিন সীমান্ত দিয়ে যাওয়া আসা করে। এই ক্রসিং দিয়ে বেশির ভাগ মানুষ পাকিস্তানে চিকিৎসা নিতে ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে যান। 

গত মাসে একজন বন্দুকধারী চামান সীমান্ত ক্রসিংয়ে একজন পাকিস্তানি নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে। তারপর এক সপ্তাহের জন্য ক্রসিংটি বন্ধ ছিল। 

গত বছর চরমপন্থী গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তান থেকে হামলার পরিকল্পনা করছে। 

তবে তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার বিষয়টি বরাবরই অস্বীকার করেছে। 

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান