হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তান আর কখনোই যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করবে না: ইমরান খান 

ঢাকা: পাকিস্তান আর কখনোই যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বুধবার পাকিস্তানের পার্লামেন্টে বাজেট অধিবেশনে তিনি এমনটি বলেন। 

ইমরান খান বলেন, পাকিস্তান শান্তির জন্য যুক্তরাষ্ট্রের সহযোগী হতে পারে কিন্তু যুদ্ধে আর কখনোই তাদের সহায়তা করা হবে না। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অনেক সুবিধা দিয়েছি কিন্তু তারা কি কখনো আমাদের প্রশংসা করেছে?  তারা উল্টো আমাদের দোষারোপ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুসারে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশের সেনারাও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। এর মধ্যেই দেশটির বিভিন্ন স্থান দখলের চেষ্টা চালাচ্ছে তালেবানরা। 

আফগানিস্তানে এমন পরিস্থিতি নিয়ে পার্লামেন্ট অধিবেশনে কথা বলেন পাকিস্তান।  ইমরান খান বলেন, আমাদের জন্য খুব কঠিন সময় আসছে। 

পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের(টিটিপি) প্রায় ৫ হাজার সন্ত্রাসী আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।  

গত মাসে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী শেখ রশিদ বলেন, ইসলামাবাদ আশা করছে যে তালেবানরা টিটিপি-র মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পাকিস্তানের কার্যক্রম চালানোর অনুমতি দেবে না। 

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড