হোম > বিশ্ব > পাকিস্তান

পেশোয়ারে মসজিদে বোমা হামলা, নিহত কমপক্ষে ৩০ 

পাকিস্তানের পেশোয়ারের কোচা রিসালদার এলাকায় মসজিদের ভেতরে বোমা হামলার ঘটনা ঘটেছে। লেডি রিডিং হাসপাতালের কর্মকর্তারা বলছেন, হাসপাতালে কমপক্ষে ৩০ জনের মরদেহ আনা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। 

দ্য ডন বলছে, আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। 

লেডি রিডিং হাসপাতালের মিডিয়া ম্যানেজার অসীম খান জানান, এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। 

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ইজাজ আহসান বলেছেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুই হামলাকারী নগরীর কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টা করে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় এক পুলিশ সদস্য নিহত হন এবং আরেক পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

পুলিশ অফিসার ওয়াহেদ খান বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, শুক্রবারের নামাজের জন্য কোচা রিসালদার মসজিদে মুসল্লিরা জড়ো হওয়ার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। 

বিস্ফোরণে আহত শায়ান হায়দার বলেন, ‘আমি আমার চোখ খুলে দেখি সর্বত্র ধুলো এবং মরদেহ।’

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড