পাকিস্তানের পেশোয়ারের কোচা রিসালদার এলাকায় মসজিদের ভেতরে বোমা হামলার ঘটনা ঘটেছে। লেডি রিডিং হাসপাতালের কর্মকর্তারা বলছেন, হাসপাতালে কমপক্ষে ৩০ জনের মরদেহ আনা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
দ্য ডন বলছে, আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।
লেডি রিডিং হাসপাতালের মিডিয়া ম্যানেজার অসীম খান জানান, এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ইজাজ আহসান বলেছেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুই হামলাকারী নগরীর কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টা করে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় এক পুলিশ সদস্য নিহত হন এবং আরেক পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ অফিসার ওয়াহেদ খান বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, শুক্রবারের নামাজের জন্য কোচা রিসালদার মসজিদে মুসল্লিরা জড়ো হওয়ার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
বিস্ফোরণে আহত শায়ান হায়দার বলেন, ‘আমি আমার চোখ খুলে দেখি সর্বত্র ধুলো এবং মরদেহ।’