হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের নির্বাচনের ফল প্রকাশে দেরির যে কারণ জানাল সরকার

পাকিস্তানের গণপরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। সাধারণত ভোট গ্রহণ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু এবার নজিরবিহীনভাবে দেশটির নির্বাচন কমিশন ফল প্রকাশে দেরি করছে। তবে ফল প্রকাশে দেরির কারণ হিসেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পাকিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার সকালে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। 

টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হওয়ার বিষয়ে গণমাধ্যম ও জনসাধারণের উদ্বেগের বিষয়টি আমলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফল প্রকাশে দেরি হওয়ার কারণ হিসেবে ওই পোস্টে বলা হয়েছে, ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থায় যোগাযোগ কমে যাওয়ার কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে।’ 

ওই টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘পরিস্থিতি এখন সন্তোষজনক। আমরা আশা করেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনের ফল কোনো বাধা ছাড়াই আসতে থাকবে।’ 

এদিকে, ইমরান খানের দলের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির মহাসচিব ওমর আইয়ুব খান দাবি করেছেন, তাঁর দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছেন। একটি মাইক্রো ব্লগিং সাইটে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন। আমি এর জন্য আপনাদের অভিনন্দন জানাই। আমরা নতুন সরকার গঠনের অবস্থানে থাকব।’

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া