হোম > বিশ্ব > পাকিস্তান

শিরিন মাজারিকে মুক্তির নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

পাকিস্তানের মানবাধিকারবিষয়ক সাবেক মন্ত্রী শিরিন মাজারিকে মুক্তির নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। গতকাল শনিবার হাইকোর্ট শিরিনকে মুক্তির নির্দেশ দিয়ে সরকারকে বিচার বিভাগীয় তদন্ত করতে বলেছে। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ডন জানিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা শিরিনকে গতকাল গ্রেপ্তার করার কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টায় আদালত এই আদেশ জারি করেন। এর আগে শিরিন মাজারির মেয়ে অভিযোগ করে বলেছিলেন, শনিবার সকালের দিকে পুলিশ তাঁর মাকে ইসলামাবাদের বাসভবন থেকে মারধর করে তুলে নিয়ে গিয়েছিল। 

এদিকে শুনানির শুরুতে মাজারি আদালতকে বলেন, ‘আমাকে মোটরওয়েতে এক ঘণ্টার জন্য থামানো হয়েছিল। একজন পুরুষ চিকিৎসক আমার ডাক্তারি পরীক্ষা করার চেষ্টা করেছিলেন। তাদের সঙ্গে কোনো নারী কর্মকর্তা ছিলেন না। তবে পাঞ্জাবের দুর্নীতি দমন কর্মকর্তারা ছিলেন। তারা ফোনে নির্দেশনা শুনছিলেন। আমার ব্যাগটিও ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি করা হয়েছে। আমার ফোনটি এখনো আমাকে ফেরত দেওয়া হয়নি।’ 

মাজারি আরও বলেন, ‘আমার বয়স ৭০ এবং আমি অসুস্থ। তারপরও আমাকে নির্যাতন করা হয়েছে।’ 

শিরিন মাজারিকে কেন গ্রেপ্তার করা হয়েছে, সে ব্যাপারে পুলিশ কোনো ব্যাখ্যা দেয়নি। ডন এবং অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জমিজমাসংক্রান্ত কারণে তাঁকে গ্রেপ্তারের ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে চলতি বছরের মার্চে একটি মামলা হয়েছে। 

ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এটা কীভাবে সম্ভব যে মাজারিকে গ্রেপ্তারের ব্যাপারে বিস্তারিত তথ্য কেউ জানে না।’ 

আতহার মিনাল্লাহ আরও বলেন, ‘পাকিস্তানে জোরপূর্বক গুমের ঘটনা ঘটে। এসব বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেয় না। সংবিধানের প্রতি শ্রদ্ধা না থাকলে এসব ঘটনা ঘটে। প্রতিটি সরকারই সংবিধান লঙ্ঘনের ব্যাপারে জঘন্য আচরণ করে।’ 

মাজারির মেয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেছিলেন। আদালত তাঁর অনুরোধ মঞ্জুর করেন। পাশাপাশি, তদন্ত না হওয়া পর্যন্ত মাজারিকে মুক্তি দিতে নির্দেশ দেন। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ছিলেন শিরিন মাজারি। গত মাসে পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির সেনাবাহিনীর সমালোচনা করছিলেন শিরিন। 

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান