হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে অসিমকে বেছে নিলেন শাহবাজ

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনিরকে বেছে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক টুইটার পোস্টের মাধ্যমে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করেছেন। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটার পোস্টে লিখেছেন, প্রধানমন্ত্রী তাঁর সাংবিধানিক কর্তৃত্ব প্রয়োগের মাধ্যমে লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনিরকে সেনাপ্রধান হিসেবে বেছে নিয়েছেন। এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। 

জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি একটি আন্তসেবা ফোরাম। এই ফোরাম তিনটি সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য কাজ করে থাকে। সিজেসিএসসি প্রধানমন্ত্রী এবং ন্যাশনাল কমান্ড অথোরিটির প্রধান সামরিক উপদেষ্টা হিসেবেও কাজ করে। 

মরিয়ম আওরঙ্গজেব আরও বলেছেন, এ দুই শীর্ষ সামরিক কর্মকর্তার নিয়োগসংক্রান্ত সারসংক্ষেপ প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পাঠানো হয়েছে। 

এই ঘোষণার পর একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আইন ও সংবিধান অনুযায়ী তাঁদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এ নিয়োগকে ‘রাজনীতির চোখ’ দিয়ে দেখা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট এ দুটি নিয়োগকে ‘বিতর্কিত’ করবেন না এবং প্রধানমন্ত্রীর পরামর্শকে সমর্থন করবেন। 

এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক টুইটার পোস্টে বলেছেন, এই নিয়োগ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য একটি পরীক্ষা হবে। একই সঙ্গে প্রেসিডেন্ট আলভির জন্যও একটি পরীক্ষা। তিনি রাজনৈতিক পরামর্শ নাকি সাংবিধানিক ও আইনি পরামর্শ অনুসরণ করেন, সেটিই দেখার বিষয়। 

এর আগে ইমরান খান দাবি করেছিলেন, ‘প্রেসিডেন্ট আলভির কার্যালয়ে পরবর্তী সেনাপ্রধান নিয়োগের সারসংক্ষেপ পৌঁছানোর পর তিনি অবশ্যই তাঁর সঙ্গে পরামর্শ করবেন। কারণ আলভি যে দলের সদস্য, আমি সেই দলের প্রধান।’ 

বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনির। সেনাপ্রধান হওয়ার দৌড়ে যে ছয়জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তাঁদের মধ্যে অসিম মুনির সবচেয়ে জ্যেষ্ঠ ছিলেন। 

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া