হোম > বিশ্ব > পাকিস্তান

অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল ইমরান খানের

সন্ত্রাসবাদবিরোধী আইনে করা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। স্থানীয় সময় আজ সোমবার ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরান  খানের জামিনের মেয়াদ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, জামিন আবেদনের শুনানি বিষয়ে সশরীরে আদালতে হাজির হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অনেকটা মজার ছলেই বলে ওঠেন ‘আমি খুব বিপজ্জনক।’ 

এদিকে, অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়লেও বিপদ কাটছে ইমরানের। তাঁকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। গত সপ্তাহের বৃহস্পতিবার হাইকোর্ট তেহরিক–ই–ইনসাফের চেয়ারম্যানকে অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। 

ইসলামাবাদ হাইকোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনার সিদ্ধান্ত জানায়। ওই বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি আতহার মিনাল্লাহ। অন্যান্য সদস্যরা হলেন—বিচারপতি মহসিন আখতার কায়ানি, বিচারপতি মিঞা গুল হাসান আওরঙ্গজেব, বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গিরি এবং বিচারপতি বাবর সাত্তার। 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি জেবা চৌধুরীর বিরুদ্ধে ‘অসন্তোষজনক’ মন্তব্য করায় আগামী ২২ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। আদালতের রায়ে বলা হয়, ‘মামলার বাদী কর্তৃক উপস্থাপিত নথিতে বিজ্ঞ বিচারকমণ্ডলী আদালত অবমাননার সঙ্গে বিবাদীর সংযোগ দেখতে পেয়েছেন এবং তারই ভিত্তিতে আদালতের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।’ 

গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সমাবেশ ছিল। সেখানে তিনি অ্য়াডিশনাল সেশন জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে বিতর্কমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করায় ইমরান খানের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ওই মামলাতেও গত বুধবার তাঁর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। 

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড