হোম > বিশ্ব > পাকিস্তান

অবশেষে ‘ব্যাট’ প্রতীকই পেল ইমরান খানের দল

পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলকে শেষ পর্যন্ত ‘ব্যাট’ প্রতীকেই অংশ নেওয়ার অনুমতি দিয়েছে দেশটির একটি আদালত। বিষয়টিকে ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের জন্য স্বস্তিদায়ক বলে আজ বুধবার এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ। 

ইমরান খানের আইনজীবী আলী জাফর লিখিত এক বিবৃতিতে জানিয়েছেন, পেশোয়ার হাইকোর্টের দুই বিচারকের একটি প্যানেল খানের দল তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের নির্বাচন কমিশনকে এই নির্দেশনা দেওয়া হয়। 

গত মাসে দলের চেয়ারম্যান পদ থেকে ইমরান খানের পদত্যাগের পর নতুন প্রধান নির্বাচন একটি অন্তঃ দলীয় নির্বাচনের ফলাফল করতে নির্বাচন কমিশন বাতিল করে দিলে নির্বাচনী প্রতীক হারায় পিটিআই। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল দলটি। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নির্বাচনে নির্বাচনী প্রতীক খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেশটির বিপুলসংখ্যক ভোটার অশিক্ষিত এবং ব্যালট পেপারে প্রার্থীদের নাম পড়তে অক্ষম। ইমরান খানের দল দাবি করেছিল, নির্বাচনকে সামনে রেখে তাদের ‘ব্যাট’ প্রতীক হারানো ছিল বড় একটি ধাক্কা। এর ফলে ব্যালট পেপারে সমর্থকেরা ভোট দিতে গিয়ে সমস্যায় পড়তে পারে। 

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য অযোগ্য হওয়ার মুখে আছেন। কারণ তিনি ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় উপহার বিক্রি করে নিজের জিম্মায় রেখেছিলেন বলে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে তাঁর অনুগতরা ইমরানকে ছাড়াই নির্বাচনে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া