হোম > বিশ্ব > পাকিস্তান

অবশেষে ‘ব্যাট’ প্রতীকই পেল ইমরান খানের দল

পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলকে শেষ পর্যন্ত ‘ব্যাট’ প্রতীকেই অংশ নেওয়ার অনুমতি দিয়েছে দেশটির একটি আদালত। বিষয়টিকে ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের জন্য স্বস্তিদায়ক বলে আজ বুধবার এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ। 

ইমরান খানের আইনজীবী আলী জাফর লিখিত এক বিবৃতিতে জানিয়েছেন, পেশোয়ার হাইকোর্টের দুই বিচারকের একটি প্যানেল খানের দল তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের নির্বাচন কমিশনকে এই নির্দেশনা দেওয়া হয়। 

গত মাসে দলের চেয়ারম্যান পদ থেকে ইমরান খানের পদত্যাগের পর নতুন প্রধান নির্বাচন একটি অন্তঃ দলীয় নির্বাচনের ফলাফল করতে নির্বাচন কমিশন বাতিল করে দিলে নির্বাচনী প্রতীক হারায় পিটিআই। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল দলটি। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নির্বাচনে নির্বাচনী প্রতীক খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেশটির বিপুলসংখ্যক ভোটার অশিক্ষিত এবং ব্যালট পেপারে প্রার্থীদের নাম পড়তে অক্ষম। ইমরান খানের দল দাবি করেছিল, নির্বাচনকে সামনে রেখে তাদের ‘ব্যাট’ প্রতীক হারানো ছিল বড় একটি ধাক্কা। এর ফলে ব্যালট পেপারে সমর্থকেরা ভোট দিতে গিয়ে সমস্যায় পড়তে পারে। 

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য অযোগ্য হওয়ার মুখে আছেন। কারণ তিনি ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় উপহার বিক্রি করে নিজের জিম্মায় রেখেছিলেন বলে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে তাঁর অনুগতরা ইমরানকে ছাড়াই নির্বাচনে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন