হোম > বিশ্ব > পাকিস্তান

লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৩ 

পাকিস্তানের লাহোরে এক বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। লাহোরের বিখ্যাত আনারকলি মার্কেটের পান মন্ডি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করে বলেছেন, বিস্ফোরণের ফলে আশপাশের দোকানপাট ও বাড়িঘরের জানালার কাচ ভেঙে গেছে। তিনি আরও জানান, পান মন্ডির যে এলাকায় বিস্ফোরণ সংঘটিত হয়েছে সেখানে ভারতীয় পণ্য ক্রয়-বিক্রয় করা হতো। 

লাহোর পুলিশের উপ-মহাপরিদর্শক (অপারেশন) ড. মোহাম্মদ আবিদ বলেন, ‘আমরা বিস্ফোরণের কারণ নির্ণয় করার চেষ্টা করছি। বিস্ফোরণের ফলে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ হামলার কারণ হিসেবে মোটরসাইকেলে টাইম বোমা রাখার সম্ভাবনাও উড়িয়ে দেননি আবিদ। 

আবিদ বলেন, ‘বিস্ফোরণের স্থলে হওয়া গর্ত থেকে টাইম বোমার সম্ভাবনার দিকেই নির্দেশ করছে। তবে বিষয়টি আমরা এখনই নিশ্চিত করতে পারছি না।’ কাউন্টার টেররিজম বিভাগ এবং বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান তিনি। 

আহতদের স্থানীয় মায়ো হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান দুজন। নিহতদের মধ্যে এক কিশোরও আছেন। 

পাকিস্তান সম্পর্কিত আরও পড়ুন:

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন