হোম > বিশ্ব > পাকিস্তান

লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৩ 

পাকিস্তানের লাহোরে এক বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। লাহোরের বিখ্যাত আনারকলি মার্কেটের পান মন্ডি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করে বলেছেন, বিস্ফোরণের ফলে আশপাশের দোকানপাট ও বাড়িঘরের জানালার কাচ ভেঙে গেছে। তিনি আরও জানান, পান মন্ডির যে এলাকায় বিস্ফোরণ সংঘটিত হয়েছে সেখানে ভারতীয় পণ্য ক্রয়-বিক্রয় করা হতো। 

লাহোর পুলিশের উপ-মহাপরিদর্শক (অপারেশন) ড. মোহাম্মদ আবিদ বলেন, ‘আমরা বিস্ফোরণের কারণ নির্ণয় করার চেষ্টা করছি। বিস্ফোরণের ফলে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ হামলার কারণ হিসেবে মোটরসাইকেলে টাইম বোমা রাখার সম্ভাবনাও উড়িয়ে দেননি আবিদ। 

আবিদ বলেন, ‘বিস্ফোরণের স্থলে হওয়া গর্ত থেকে টাইম বোমার সম্ভাবনার দিকেই নির্দেশ করছে। তবে বিষয়টি আমরা এখনই নিশ্চিত করতে পারছি না।’ কাউন্টার টেররিজম বিভাগ এবং বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান তিনি। 

আহতদের স্থানীয় মায়ো হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান দুজন। নিহতদের মধ্যে এক কিশোরও আছেন। 

পাকিস্তান সম্পর্কিত আরও পড়ুন:

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড