হোম > বিশ্ব > পাকিস্তান

পিটিআইের নেতৃত্ব নির্বাচন: ইমরান খানের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিতর্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দলটির জ্যেষ্ঠ সহসভাপতি শের আফজাল খান মারওয়াতের এক মন্তব্যকে ঘিরে এই বিতর্কের সূচনা। গত মঙ্গলবার তিনি বলেন, দলের চেয়ারম্যান পদের জন্য আগামী দলীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ইমরান খান। তবে পরে আফজালের এই দাবি অস্বীকার করে পিটিআই। খবর ডনের।

ইমরান গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। তিনি দীর্ঘদিন ধরে পিটিআইয়ের চেয়ারম্যান পদে আছেন।

আফজালের দাবি অস্বীকার করে দেওয়া বিবৃতিতে সরাসরি তাঁর নাম নেয়নি পিটিআই। তবে বিষয়টি স্পষ্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে পিটিআইয়ের পোস্ট করা বিবৃতিটি আফজালের দাবিকে কেন্দ্র করেই দেওয়া হয়েছে।

মঙ্গলবার আদিয়ালা কারাগারের বাইরে পিটিআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে আফজাল বলেছিলেন, আইনি নিষেধাজ্ঞা ও তোশাখানা মামলায় ইমরানকে অযোগ্য ঘোষণার কারণে তিনি দলের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

আফজাল আরও বলেন, ইমরান নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পিটিআইয়ের চেয়ারম্যান পদের জন্য দলীয় নির্বাচনে লড়বেন না। তবে আফজালের এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পরই এক্সে একটি বিবৃতি পোস্ট করে পিটিআই। তাতে বলা হয়, এ বিষয়ে গণমাধ্যমের কল্পনার কোনো সুযোগ নেই।

এ ছাড়া পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে জ্যেষ্ঠ এক নেতার দাবিও অস্বীকার করে দলটি। 

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া