হোম > বিশ্ব > পাকিস্তান

প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই: নির্বাসন থেকে ফিরে নওয়াজ শরিফ

প্রায় চার বছরের স্বেচ্ছায় নির্বাসনের পর লন্ডন থেকে দেশে ফিরেছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএলএন) প্রধান নওয়াজ শরিফ। গতকাল শনিবার তিনি বলেন, রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।

পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদন অনুসারে, দেশের উন্নয়নের স্বার্থে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনবারের এ প্রধানমন্ত্রী। 

নওয়াজ শরিফ লন্ডন থেকে সরাসরি ইসলামাবাদে পৌঁছান। ২০১৯ সালে দেশ ছাড়ার আগে আদালতের দেওয়া কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর, আগামী বছরের নির্বাচনের জন্য হাজার হাজার সমর্থকের সমাবেশে তাঁর দলের প্রচার শুরু করতে লাহোরের উদ্দেশে রওনা হন। 

দোষী সাব্যস্ত হওয়ার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা সরকারি পদে থাকতে না পারলেও রেকর্ড মুদ্রাস্ফীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন নওয়াজ। 

লাহোরের মিনার-ই-পাকিস্তানে দেওয়া ভাষণে ৭৩ বছর বয়সী প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, ‘প্রতিশোধ নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, তবে আমি দেশে কোনো দারিদ্র্য বা নিরক্ষরতা দেখতে চাই না।’ 

চিরচেনা লাল রুমাল বেঁধে জনতার উদ্দেশে নওয়াজ বলেন, ‘আপনাদের সঙ্গে অনেক দিন পর আমার দেখা হচ্ছে, কিন্তু আপনাদের প্রতি আমার ভালোবাসা অটুট আছে। আপনারা কখনো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি এবং আমিও কখনো আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি।’ 

নওয়াজ বলেন, চার বছর পরে ফিরলেও দেশের সেবা করার জন্য তাঁর যে হৃদয়ের অনুভূতি সেটি মরে যায়নি। 

দেশের সমস্যাগুলোর সমাধানের অঙ্গীকার ব্যক্ত করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কীভাবে হারানো মর্যাদা ফিরে পাওয়া যায়।’

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন