হোম > বিশ্ব > পাকিস্তান

ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে ভারত কেন আগে জানাতে ব্যর্থ, জানতে চেয়েছে পাকিস্তান

পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ‘দুর্ঘটনাবশত’ ভারতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের রহস্য উদ্ঘাটনে যৌথ তদন্ত ও ঘটনার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দাবি করেছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের প্রতি এই আহ্বান জানায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানিয়েছে, তাঁরা পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্রের ‘দুর্ঘটনাজনিত বিস্ফোরণ’ বিষয়ে ভারতের বিবৃতিকে আমলে নিয়েছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ঘটনাস্থলের আশপাশের তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করার জন্য যৌথ তদন্তের দাবি করেছে। 

ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনার গুরুতর প্রকৃতি দুই দেশের মধ্যকার নিরাপত্তা, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের অননুমোদিত উৎক্ষেপণ ও প্রযুক্তিগত সুরক্ষা বিষয়ে বেশ কয়েকটি মৌলিক প্রশ্ন হাজির করে। এ কারণে যোগ করে যে ভারতকে অবশ্যই বিষয়টি পরিষ্কার করতে হবে। কোন পরিস্থিতি ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তান সীমান্তে আঘাত হানতে পেরেছে তা পরিষ্কার করতে হবে।’ 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর তৎক্ষণাৎ পাকিস্তানকে ‘দুর্ঘটনাবশত’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে পাকিস্তান জানতে চাওয়ার আগে জানাতে ব্যর্থ হয়েছে সে বিষয়েও সন্তোষজনক ব্যাখ্যা চেয়েছে। 

ইসলামাবাদ ক্ষেপণাস্ত্রটি ভারতের সেনাবাহিনীর সদস্য কর্তৃক নাকি কোনো দুর্বৃত্ত গোষ্ঠী কর্তৃক নিক্ষেপিত হয়েছিল তা পরিষ্কারভাবে জানাতে বলেছে। 

এ দিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোঈদ ইউসুফ বলেছেন, ‘অসাবধানতাবশত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে ইসলামাবাদকে অতি দ্রুত অবহিত না করে নয়া দিল্লি “অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন”আচরণ করেছে।’ 

ইউসুফ এক টুইটে বলেছেন, ‘এই বিস্ফোরণ দুর্ঘটনাবশত নাকি উদ্দেশ্যমূলক তা নিশ্চিত করতে ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতিও তদন্ত করা উচিত।’ 

এর আগে, গত বুধবার ভারতীয় সেনাবাহিনীর মহড়া চলাকালীন ওই ক্ষেপণাস্ত্র গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আঘাত হানে। তবে এই দুর্ঘটনাকে প্রযুক্তিগত ত্রুটি উল্লেখ করে একটি বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ভারত সরকার একটি গুরুত্ব সহকারে দেখছে। এ নিয়ে একটি উচ্চ-স্তরের আদালতের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড