হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট যাননি পারভেজ মোশাররফের জানাজায়

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের জানাজায় যাননি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আরিফ আলভির কেউই। অংশ নেননি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আহমেদও। তবে কেন তাঁরা উপস্থিত ছিলেন না সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জেনারেল পারভেজ মোশাররফের জানাজা অনুষ্ঠিত হয় করাচির মালির ক্যান্টনমেন্টের পোলো গ্রাউন্ডে। জানাজায় অংশ নেন ১০ হাজারের বেশি মানুষ। আত্মীয়-স্বজন থেকে শুরু করে রাজনীতিবিদ, দেশটির সাবেক সেনাপ্রধানও উপস্থিত হন। তবে উপস্থিত ছিলেন না বর্তমান প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট। 

দীর্ঘ দিনের অসুস্থতার পর পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ রোববার (৫ ফেব্রুয়ারি) মারা যান। দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। 

মোশাররফের জন্ম অবিভক্ত ভারতের দিল্লিতে, ১৯৪৩ সালের ১১ আগস্ট। তিনি ১৯৬১ সালের ১৯ এপ্রিল পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল থেকে কমিশন পান। পরে ১৯৯৮ সালে মোশাররফ জেনারেল পদে উন্নীত হন এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ৯ বছর পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন জেনারেল পারভেজ মোশাররফ। ২০০১ সালে তিনি দেশটির দশম প্রেসিডেন্ট হয়েছিলেন এবং ২০০৮ সালের শুরু পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। 

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়া মোশাররফ ২০০৭ সালের ৩ নভেম্বর সংবিধান স্থগিত করেছিলেন। এর জন্য ২০১৪ সালের ৩০ মার্চ তাঁকে অভিযুক্ত করা হয়। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন পাকিস্তানের একটি বিশেষ আদালত। 

পারভেজ মোশাররফ বিরল রোগ অ্যামাইলয়েডোসিসে ভুগছিলেন। মানবশরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে অ্যামাইলয়েডোসিস রোগ হয়। এই রোগ হলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও টিস্যুগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। ২০১৬ সালের মার্চে চিকিৎসার জন্য দুবাই যান সাবেক এই সেনাশাসক। এরপর আর তিনি পাকিস্তানে ফিরে আসেননি। 

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন