হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে সরকারি অনুষ্ঠানে লালগালিচা নিষিদ্ধ করলেন শাহবাজ শরিফ

পাকিস্তানে সরকারি অনুষ্ঠানে লালগালিচার ব্যবহার নিষিদ্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সরকারি অনুষ্ঠানে মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আগমনের সময় লালগালিচা ব্যবহার নিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি। 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে লালগালিচা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতি অনুসারে, পাকিস্তানে শুধু কূটনৈতিক সংবর্ধনায় লালগালিচা ব্যবহার করা হবে। 

গত বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফেডারেল মন্ত্রিসভার সদস্যরা ব্য়য় কমাতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে স্বেচ্ছায় তাদের বেতন এবং সুযোগ–সুবিধা ত্যাগ করার সিদ্ধান্ত নেন। গত মাসে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ব্য়য় সংকোচন নীতি সরকারের শীর্ষ অগ্রাধিকার থাকবে।  

এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পাকিস্তানের অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে বেতন–ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড