হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে পুলিশস্টেশনে সশস্ত্র হামলা, নিহত ১০ 

পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়ার একটি পুলিশ স্টেশনে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ সোমবার ভোরের দিকে প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারবানের একটি পুলিশস্টেশনে এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

খাইবারপাখতুনখাওয়া পুলিশ জানিয়েছে, সশস্ত্র এই হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। সাম্প্রতিক সময়ে দেশটিতে সন্ত্রাসী হামলা ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষ করে ২০২২ সালে পাকিস্তানি তালেবান ও দেশটির সরকারের মধ্যে শান্তিচুক্তি ভেস্তে যাওয়ার পর এমন হামলা আরও বেশি বেড়ে গেছে। 

দারবান অঞ্চলের পুলিশ সুপার মালিক আনিস উল-হাসান এএফপিকে বলেছেন, স্থানীয় সময় আজ সোমবার রাত ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা প্রথমে দূর থেকে স্নাইপিং রাইফেল দিয়ে পুলিশস্টেশনের বাইরে থাকা কনস্টেবলদের ওপর গুলি চালায়। পরে স্টেশনের ভেতরে প্রবেশ করে। 

আনিস উল-হাসান আরও বলেন, স্টেশনে প্রবেশর পর সন্ত্রাসীরা বেশ কয়েকটি হাতবোমা ছোড়ে। এ কারণে প্রাণহানি ও আহতের সংখ্যা অনেক বেড়ে যায়। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত বা কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ। কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। 

এর আগে, গত বছরের ডিসেম্বরে উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশস্টেশন কমপ্লেক্সে স্থাপিত এক সামরিক ক্যাম্পে বিস্ফোরকবোঝাই ট্রাক দিয়ে হামলা চালায় ছয় সদস্যের আত্মঘাতী স্কোয়াড। সেদিন এই হামলায় কমপক্ষে ২৩ সেনা নিহত হন। 

এদিকে, চলতি সপ্তাহের শেষ দিকে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন আছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে সরকার নির্বাচনে আসতে বাধা দিচ্ছে এমন প্রমাণ পাওয়া গেছে। এই অবস্থায় দেশটিতে সন্ত্রাসী হামলা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার শঙ্কাকেই ঘনীভূত করে তুলছে।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন