পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং বর্তমান সরকারের মধ্যে ভুল-বোঝাবুঝি দূর করার চেষ্টা করছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আগাম নির্বাচন ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত বলেও দাবি করেছেন তিনি।
গতকাল সোমবার ভয়েস অব আমেরিকার সংবাদদাতা আলী ফুরকানকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ রশিদ আহমেদ এসব কথা বলেছেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
ডনের প্রতিবেদনে বলা হয়, শেখ রশিদ আহমেদ আওয়ামী ন্যাশনাল লিগ-পাকিস্তানের প্রধান হিসেবে পিটিআইয়ের নেতৃত্বাধীন জোট সরকারের অংশ ছিলেন। তিনি বলেছেন, পিটিআই এই মাসের শেষের দিকে রাজধানী ইসলামাবাদে লংমার্চ করবে এবং সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালাবে।
এ অবস্থায় শেখ রশিদ আহমেদ পরামর্শ দিয়েছেন যে পিটিআইয়ের উচিত পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) সঙ্গে বসা এবং আগাম নির্বাচনের বিষয়ে তাদের রাজি করানো।
ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে শেখ রশিদ আহমেদ বলেন, ‘আমি গতকাল থেকে তাদের মধ্যে (পিটিআই ও সরকার) ভুল-বোঝাবুঝির অবসানের চেষ্টা শুরু করেছি। আমি শান্তির প্রশ্নে সেনাবাহিনীর সঙ্গে এবং যুদ্ধের প্রশ্নে ইমরান খানের পাশে থাকব।’