হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের পার্লামেন্টের ব্যাপারে সুপ্রিম কোর্টে শুনানি আজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ও ইমরানের আহ্বানে প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টে আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চে এই শুনানি হবে। অন্য দুই বিচারপতি হলেন—বিচারপতি ইজাজুল আহসান এবং বিচারপতি মোহাম্মদ আলী মাজহার। 

এর আগে গতকাল রোববার সুপ্রিম কোর্টের মুখপাত্র বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ এবং এর পরপরই ইমরানের আহ্বানে প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়গুলো প্রধান বিচারপতি পর্যবেক্ষণ করছেন। 

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কর্মকাণ্ডের বিষয়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণের পর আইনজীবী আসাদ রহিম বলেছেন, আদালতের আদেশ না হওয়া পর্যন্ত, পার্লামেন্টের অবস্থা দোদুল্যমান রয়েছে। 

উল্লেখ্য, গতকাল রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর উত্থাপিত অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। রোববার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া ওই অধিবেশনে কাসিম খান সুরি বলেন, ‘অনাস্থা প্রস্তাব সংবিধানের ৫ অনুচ্ছেদের পরিপন্থী। এটি অসাংবিধানিক।’ এর পরপরই ইমরান খানের আহ্বানে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী সংসদ ভেঙে দেন। 

এদিকে, পার্লামেন্ট ভেঙে দেওয়ায় পাকিস্তানের সংবিধানের ৫৮ (১) ও ৪৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী ইমরান খান বর্তমানে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নেই। রোববার এক বিজ্ঞপ্তিতে পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ এ কথা জানায়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এজাজ এ. দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধান অনুযায়ী ইমরান খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নেই। এটি অবিলম্বে কার্যকর হবে। 

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া