পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশে ইমরান খানের সাবেক স্ত্রী ও চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ ‘খুশি’ হয়েছেন। জেমিমার একটি টুইটার পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও নিউজ।
গত মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করেন দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের এ আদেশ শোনার পর ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা টুইটারে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘অবশেষে বিবেকের জয় হয়েছে।’ পোস্টের সঙ্গে তিনি পাকিস্তানের পতাকা ও একটি হাই-ফাইভ ইমোজিও যুক্ত করেছেন।
ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পর জেমিমা গোল্ডস্মিথ তাঁর ছেলেকে নিয়ে যুক্তরাজ্যে বাস করেন।
এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সোহাওয়ার মৌজা বাকরালায় ৪৫৮ কানালের বেশি জমির অযৌক্তিক সুবিধা পাওয়ার অভিযোগ রয়েছে।
এসব মামলায় জামিন আবেদনের শুনানির জন্য গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছিলেন ইমরান খান। তখন তাঁকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। দুই দিনের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।