হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে নিষিদ্ধ ইসলামি গোষ্ঠী টিএলপির সঙ্গে সংঘর্ষে ৪ পুলিশ নিহত, আহত দুই শতাধিক

পাকিস্তানে নিষিদ্ধ ইসলামি গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ব্লাসফেমি-বিরোধী বিক্ষোভে দেশটির পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে কমপক্ষে চার পুলিশ নিহত ও ২৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, টিএলপির সদস্যদের একটি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের শুরু। তাঁরা রাজধানী ইসলামাবাদের দিকে যাচ্ছিলেন। 

পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, টিএলপির কর্মীরা পুলিশের বিরুদ্ধে একে-৪৭, এসএমজি ও পিস্তল ব্যবহার করেছেন। এ কারণেই পুলিশ বাহিনীতে হতাহতের পরিমাণ এত বেশি। 

সাদ রিজভির মুখপাত্র সাজিদ সাইফি দাবি করেছেন, পুলিশের গুলিতে টিএলপির দুই সমর্থকও নিহত হয়েছেন। তবে পুলিশ বলছে, বিক্ষোভকারীদের মধ্যে কেউ নিহত হয়েছেন এমন কোনো সংবাদ তাঁদের কাছে নেই। 

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন, রাজধানীতে টিএলপির সমাবেশ রুখতে প্রয়োজনে আরও কঠোর হবে সরকার। 

বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যদি রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়, তবে কঠিন জবাব দেওয়া হবে।’ 

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, টিএলপি তাদের নেতা সাদ রিজভির মুক্তির জন্য আন্দোলন করছে। সাদ রিজভিকে গত এপ্রিলে গ্রেপ্তার করা হয়। তখন দলটিকেও নিষিদ্ধ করা হয়। টিএলপির দাবি, ফ্রান্সের ম্যাগাজিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে।   

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড