হোম > বিশ্ব > পাকিস্তান

নারীরা যাই পরুক ধর্ষণের জন্য দায়ী কেবল ধর্ষক: ইমরান খান

নারীরা যাই পরুক ধর্ষণের জন্য দায়ী কেবল ধর্ষক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল পিবিএস নিউজ আওয়ারকে মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন, নারীরা স্বল্পবসনা হয়ে চলাফেরা করলে পুরুষদের মন চঞ্চল হতে পারে। আর তা থেকে ধর্ষণের মতো ঘটনাও ঘটতে পারে।

তবে এবার ইমরান খান বলেছেন, ধর্ষণ কিংবা যৌন সহিংসতার শিকার নারীর কোনো দায় নেই। এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, নারীর পোশাককে এ জন্য কোনোভাবেই দায়ী করা যাবে না। ধর্ষণ বা যে কোনো প্রকার যৌন সহিংসতার জন্য দায়ী কিংবা অপরাধী হিসেবে চিহ্নিত হবে ধর্ষক। ধর্ষণ-সহিংসতার শিকার নারী কোনোভাবেই এ জন্য দায়ী নন।

দেশটির সমাজ ব্যবস্থায় ইসলামের গুরুত্ব বৃদ্ধির কারণে ধর্ষণ ও যৌন সহিংসতা বাড়ছে কি না জানতে চাইলে ইমরান খান বলেন, একদমই না। ইসলাম সবসময় নারীর মর্যাদা ও সম্মানে বিশ্বাসী।

পাকিস্তানে সম্প্রতি ব্যাপক হারে বেড়েছে ধর্ষণ ও নারীর প্রতি যৌন সহিংসতা। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের পুলিশ স্টেশনসমূহে প্রতিদিন গড়ে ১১টি ধর্ষণের অভিযোগ আসছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানিয়েছেন, গত ছয় বছরে পাকিস্তান পুলিশের কাছে আসা ধর্ষণের অভিযোগের মোট সংখ্যা ২২ হাজারেরও বেশি।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন