হোম > বিশ্ব > পাকিস্তান

দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতায় পড়তে যাচ্ছে পাকিস্তান

দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতায় পড়তে যাচ্ছে পাকিস্তান। ক্রমেই ঘনীভূত হচ্ছে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ডলারের বিপরীতে দাম কমেছে পাকিস্তানি রুপির। অপরদিকে, দেশজুড়ে লংমার্চের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের লংমার্চ ঠেকাতে এরই মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে সিন্ধু প্রদেশে। সারা দেশেই প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায়। 

শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের আশঙ্কা ইমরান খান তাঁর বর্তমান অবস্থান পেশোয়ার থেকে যেকোনো মুহূর্তে ইসলামাবাদের দিকে লংমার্চ নিয়ে রওনা হতে পারেন। তবে লংমার্চ যেন সফল না হতে পারে সে কারণে বিরোধীদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে বলে দাবি তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীদের। 

এদিকে, পাকিস্তানের বড় বড় শহর—খাইবার পাখতুনখাওয়া, কোয়েটা, শুক্কুর, লারকানা, হায়দারাবাদ এবং করাচিতে বিপুল পরিমাণ ইমরান খান সমর্থক জমায়েত হয়েছেন লংমার্চের জন্য। 

বিশ্লেষকদের আশঙ্কা, সরকার লংমার্চ দমনে কঠোর অবস্থানে যেতে পারে। এমনি সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হতে পারে বিরোধীদের ওপর। ফলে, দেশটিতে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে। 

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া