হোম > বিশ্ব > পাকিস্তান

দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতায় পড়তে যাচ্ছে পাকিস্তান

দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতায় পড়তে যাচ্ছে পাকিস্তান। ক্রমেই ঘনীভূত হচ্ছে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ডলারের বিপরীতে দাম কমেছে পাকিস্তানি রুপির। অপরদিকে, দেশজুড়ে লংমার্চের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের লংমার্চ ঠেকাতে এরই মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে সিন্ধু প্রদেশে। সারা দেশেই প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায়। 

শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের আশঙ্কা ইমরান খান তাঁর বর্তমান অবস্থান পেশোয়ার থেকে যেকোনো মুহূর্তে ইসলামাবাদের দিকে লংমার্চ নিয়ে রওনা হতে পারেন। তবে লংমার্চ যেন সফল না হতে পারে সে কারণে বিরোধীদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে বলে দাবি তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীদের। 

এদিকে, পাকিস্তানের বড় বড় শহর—খাইবার পাখতুনখাওয়া, কোয়েটা, শুক্কুর, লারকানা, হায়দারাবাদ এবং করাচিতে বিপুল পরিমাণ ইমরান খান সমর্থক জমায়েত হয়েছেন লংমার্চের জন্য। 

বিশ্লেষকদের আশঙ্কা, সরকার লংমার্চ দমনে কঠোর অবস্থানে যেতে পারে। এমনি সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হতে পারে বিরোধীদের ওপর। ফলে, দেশটিতে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে। 

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন