ভারতের পাঞ্জাবের তারন তারান জেলায় পাকিস্তানি দুই অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার বিএসএফের একজন কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার রাত ৮টা ৪৮ মিনিটে বিএসএফের সেনারা সীমান্তে সন্দেহভাজনকে দেখতে পায়। তখন তাঁদের থামতে বললে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে বিএসএফের সেনারা ওই সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায়।
বিএসএফের কর্মকর্তা জানিয়েছেন, ওই দুই পাকিস্তানি অনুপ্রবেশকারী ভারতের জন্য হুমকির কারণ হতে পারে বলে তাদের গুলি করা হয়েছে।