হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এক ঘণ্টায় ৫ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, নিহত ৩ ইসরায়েলি

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলি ভূখণ্ডে এক ঘণ্টায় পাঁচ দফা হামলা চালিয়েছে ইরান। ছবি: এএফফি

আজ সকাল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, এক ঘণ্টায় পাঁচ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকালে ইরানের তৃতীয় দফা হামলায় নিহত হয়েছেন তাঁরা। এই দফায় চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর মধ্যে একটি সরাসরি আঘাত হানে দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবার একটি আবাসিক ভবনে। এতেই নিহত হয়েছে ওই তিনজন। এ হামলায় আরও আটজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

আইডিএফের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, প্রথম দফায় দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। ওই দুটিকে মাঝপথেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে তারা। পরের দফায় চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার মধ্যে একটি সরাসরি আঘাত হানে বিরশেবার ওই ভবনে।

পরের তিন দফায় কয়টি করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। দেশজুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রশাসন। বাসিন্দাদের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে তাঁদের।

গতকাল সোমবার রাতে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই আজ নতুন করে বাড়ল যুদ্ধের মাত্রা। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। ট্রাম্পের এই ঘোষণার পরপরই সামাজিক মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতি হয়নি। তবে, ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে হামলা বন্ধ করবে ইরানও।

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়