হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নিষেধাজ্ঞার কারণে বহুদিন ধরেই ধুঁকছে ইরানের উড়োজাহাজ শিল্প

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে আজ রোববার। প্রযুক্তি ও সামরিক দিক থেকে এগিয়ে থাকা এমন দেশের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার কি করে এমন দুর্ঘটনার কবলে পতিত হয়—তা নিয়ে প্রশ্ন উঠছে। 

এ বিষয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেস জানিয়েছেন, ইরানের এভিয়েশন ইন্ডাস্ট্রি পরিচালনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই হিমশিম খাচ্ছিল। এর অন্যতম কারণ দেশটি বিমানের পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পায় না। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের বিরুদ্ধে কোনো না কোনোভাবে নিষেধাজ্ঞা রয়েছে। 

১৯৭৯ সাল থেকে প্রায় ২ হাজার ইরানি বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। বিপ্লবের পর থেকে এ পর্যন্ত ৪৪ বছরে ইরান এয়ারলাইন্সের দুর্ঘটনার ফলে ১ হাজার ৭৫৫ জন হতাহত হয়েছেন। 

এ থেকে প্রতীয়মান যে, ইরানে বিমান চলাচল নিরাপদ নয়। এর কারণ তাঁরা যন্ত্রাংশ, বিমান এবং সরঞ্জাম পায় না যা অন্য দেশগুলো সহজেই কিনতে পারে। কিন্তু ইরান তা পারে না, তাঁদের অনুমতি নেই। 

এদিকে একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ রোববার ভারী কুয়াশার মধ্যে পাহাড়ি অঞ্চল অতিক্রম করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। উদ্ধারকারীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে। 

ওই কর্মকর্তা বলেন, ইরানের উত্তর–পশ্চিমাঞ্চলে আজারবাইজানের সীমান্তে বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়া। দুর্ঘটনার পর প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

আরও পড়ুন—

 

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়