হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেহরানসহ ছয় প্রদেশে সক্রিয় ইরানের প্রতিরক্ষাব্যবস্থা

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যাটারি। ছবি: এএফপি

রাজধানী তেহরানসহ অন্তত ছয়টি প্রদেশে সক্রিয় করা হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। গত শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই খবর এল। ইসরায়েলের চালানো ধারাবাহিক হামলা ঠেকাতে ইরানের আকাশে বিভিন্ন অঞ্চলে গোলাগুলির শব্দ ও বিস্ফোরণের ঝলক দেখা গেছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, তেহরান, হরমোজগান, কেরমানশাহ, লোরেস্তান, পশ্চিম আজারবাইজান ও খুজেস্তান প্রদেশে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে। এ ছাড়া মধ্যাঞ্চলের কোম প্রদেশেও বিপুলসংখ্যক ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

সংবাদ সংস্থাটি আরও জানায়, এসব অঞ্চলের আকাশে ‘শত্রুর’ ড্রোন ও অন্যান্য বিমানের উপস্থিতি শনাক্ত করার পর ইরানি বাহিনী সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে রাতের আকাশে বিস্ফোরণ ও গোলাগুলির আলোর ঝলক দেখা গেলেও তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

রাষ্ট্রীয় টেলিভিশনও একই ধরনের প্রতিবেদন প্রচার করেছে, যেখানে বলা হয়েছে—তেহরান ও অন্যান্য প্রদেশের আকাশে ‘শত্রু লক্ষ্যবস্তু’ শনাক্ত করে প্রতিরক্ষা বাহিনী পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই আকাশ প্রতিরক্ষা সক্রিয় করার ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে, ইরান ব্যাপক একটি পাল্টা হামলার প্রস্তুতিতে রয়েছে এবং দেশটির সামরিক নেতৃত্ব সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

উল্লেখ্য, ইসরায়েল এর আগেই ইরানের বিভিন্ন সামরিক ও জ্বালানিবিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে ইরান একাধিকবার ‘ধ্বংসাত্মক পাল্টা আঘাত’ হানার ঘোষণা দিয়েছে।

আরও খবর পড়ুন:

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ